রাজ্যের খবর

“বাল্যবিবাহ বন্ধ কর” –বার্তা নিয়ে পথে কন্যাশ্রীরা

Kanyashree on the road with the message of "End Child Marriage"

Truth Of Bengal: অমল মুন্ডা: আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক পদযাত্রা, যার মূল বার্তা ছিল—“বাল্যবিবাহ বন্ধ কর, মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল কর”। ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেয় ফালাকাটা গার্লস হাই স্কুল, সুভাষ গার্লস হাই স্কুল এবং পারঙ্গেরপার হাই স্কুলের কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা।

সবুজ সাথীর সাইকেল নিয়ে এই ছাত্রীরা বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শহরের রাস্তায় পদযাত্রা করে। শুধু রাস্তাতেই নয়, পদযাত্রার পর তারা ফালাকাটার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি সচেতনতা মূলক প্রচার চালায়। তাদের অনুরোধ ছিল—১৮ বছরের নিচে কোনো মেয়েকে যেন বিয়ে না দেওয়া হয় এবং সকল মেয়েকে যেন স্কুলে পাঠানো হয়।

ফালাকাটা বিডিও অনীক রায় নিজে উপস্থিত থেকে বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। মেয়েরা শিক্ষিত হলে সমাজ, দেশ—সবই এগোবে। সেই লক্ষ্যেই আজকের এই পদযাত্রা।”

এই ধরনের উদ্যোগ কেবল সমাজে সচেতনতা বাড়ায় না, বরং মেয়েদের অধিকারের বিষয়ে নতুন প্রজন্মের ভাবনাচিন্তাকেও উৎসাহিত করে। ফালাকাটার কন্যাশ্রীদের এই প্রচেষ্টা প্রশংসনীয় এবং অনুকরণীয় উদাহরণ হয়ে উঠছে।

Related Articles