বিএসএফ-এর বড় সাফল্য! উদ্ধার পিস্তল, ম্যাগাজিন-সহ ১৩ রাউন্ড গুলি
BSF's big success! Pistol, magazine and 13 rounds recovered

Truth Of Bengal: মালদার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট নওয়াদার জওয়ানরা। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে এই অস্ত্রগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চোরাকারবারীরা। কিন্তু সেই প্ল্যানে জল ঢেলে বিএসএফ জাওয়ানরা ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
ভারত থেকে আন্তর্জাতিক সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল দুই ব্যক্তি। তা দেখে বর্ডার আউটপোস্ট নওয়াদার জওয়ানদের সন্দেহ হয়। জওয়ানরা তাৎক্ষণিকভাবে নিজেদের সকল সহকর্মীদের সতর্ক করে সন্দেহভাজনদের দিকে দৌড়ে যান। বিএসএফ জওয়ানরা যখন তাদের ঘিরে ফেলে তখন স্বাভাবিক ভাবে পাচারকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভয় পেয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে দৌড়াতে শুরু করে তারা।
বিএসএফ জওয়ানরা দ্রুত পাচারকারীদের ধাওয়া করলেও তাদের ধরতে পারেনি। দৃশ্যমানতা কম থাকার সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়। এরপর এলাকায় তীব্র তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় ঘটনাস্থল থেকে একটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্যে থেকে ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং রাউন্ড গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।