শিক্ষক ফেরানোর দাবিতে সাগরপাড়ায় ছাত্রদের পথ অবরোধ
Students block road in Sagarpara demanding teacher's return

Truth Of Bengal: যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে বুধবার সকালেই উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে শিক্ষকের সংখ্যা অতি অল্প হওয়ায় নিয়মিতভাবে ক্লাস হয় না। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কোনো সুরাহা হচ্ছে না।
সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জলঙ্গী-শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাজ্য সড়কে বসে পড়ে ছাত্রছাত্রীরা। ফলে কাজীপাড়া স্কুল সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ থেমে যায়, সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে।
ছাত্রদের দাবি, “আমাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। ঠিকমতো ক্লাস হয় না। পরীক্ষার সময় এগিয়ে এলেও আমরা পড়াশোনার সুযোগ পাচ্ছি না। ফলে ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।”
ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ও সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপর ছাত্ররা অবরোধ তুলে নেয়।
স্থানীয় প্রশাসন ও শিক্ষা দফতর কত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে, এখন সেদিকেই নজর রাখছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহল।