আন্তর্জাতিক

যাত্রীবাহি বাসে রাশিয়ার ড্রোন হামলা! ইউক্রেনে মৃত ৯

Russian drone attack on passenger bus! 9 dead in Ukraine

Truth Of Bengal: অব্যাহত রাশিয়া-ইউক্রেন সংঘাত। এই আবহে ইউক্রেনের এক শ্রমিকবোঝাই বাসে ড্রোন হামলা চালাল রাশিয়া। আর তাতেই প্রাণ হারিয়েছেন ৯ জন। সেইসঙ্গে আহত  হয়েছেন ৩০জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এই হামলা প্রসঙ্গে দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক জানিয়েছেন, দক্ষিণ-মধ্য ইউক্রেনের মারহানেটস শহরে এই হামলার ঘটনা চালায় রাশিয়া। আহতের সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে  ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন  যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কূটনীতিকরা লন্ডনে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। আর সেইসময় ইউক্রেনে ঘটল ভয়াবহ হামলার ঘটনা। হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আসতেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনও যুদ্ধবিরতি এখন পর্যন্ত হয়নি। দুই দেশের মধ্যে একটিমাত্র চুক্তি রয়েছে সেটি হল ৩০ দিনের জন্য একে অপরের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করবে না। তবে কিছুদিন আগেই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমিতে মিসাইল হানা করে রাশিয়া।

যার জেরে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮০-রও বেশি। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এই হামলার নিন্দা করেছিলেন। এই হামলার নিন্দা করে জেলেনস্কি বিশ্বের নানা দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার এই আক্রমণকে চলতি বছরের সবচেয়ে মারাত্মক হামলা বলে আখ্যায়িত করেছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয় এই হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে যাবে বলে মনে করা হচ্ছে।

Related Articles