হোটেলের বাথরুমে গোপনে অশ্লীল ছবি তোলার অভিযোগে গ্রেফতার দুই কর্মী
Two employees arrested for secretly taking obscene photos in hotel bathroom

Truth Of Bengal : বীরভূমের তারাপীঠ এলাকায় এক হোটেলের বাথরুমে গোপনে স্নানরত মহিলার অশ্লীল ছবি তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় হোটেলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ই এপ্রিল কলকাতা থেকে আসা এক পূর্ণার্থী পরিবার তারাপীঠের একটি হোটেলে ওঠেন। অভিযোগ, ১৫ই এপ্রিল রাতে পরিবারের এক মহিলা সদস্য স্নান করছিলেন, সেই সময় হোটেলের এক কর্মী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে গোপনে ছবি তুলছিল। ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অভিযুক্ত কর্মীকে ধরে ফেলেন এবং তার মোবাইল কেড়ে নেন।
পরদিন, আক্রান্ত পরিবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ হোটেলের দুই কর্মীকে গ্রেফতার করে এবং রামপুরহাট মহকুমা আদালতে তোলে। আদালত তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
অভিযোগকারীর পক্ষের আইনজীবী দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে একটি বড় পরিসরের চক্র জড়িয়ে থাকতে পারে এবং এর সঙ্গে আন্তর্জাতিক সংযোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমানে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের প্রকৃত চক্র ও উদ্দেশ্য খুঁজে বের করতে তৎপর হয়েছে। ঘটনায় তারাপীঠের পর্যটন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।