কাশ্মীরে জঙ্গি হানায় নিহত রাজ্যের তিন বাসিন্দার দেহ আনতে তৎপর রাজ্য: মুখ্যমন্ত্রী
State ready to bring back bodies of three residents killed in Kashmir terror attack: CM

Truth Of Bengal: জয় চক্রবর্তী: জম্মু ও কাশ্মীরে জঙ্গিহানায় রাজ্যের নিহত হয়েছেন তিন বাসিন্দা। বৈষ্ণবঘাটা-পাটুলির বাসিন্দা বিতান অধিকারী, বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন। সমাজ মাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডলে মমতা জানিয়েছেন, “স্বজনহারা এই পরিবারগুলোর পাশে আছে রাজ্য সরকার। এদের সমবেদনা জানাবার ভাষা নেই। আমার হৃদয় সব সময় তাদের সঙ্গে আছে।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই তিনজনের দেহ কলকাতায় আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার।
দিল্লি এয়ারপোর্ট থেকে যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে দেহ কলকাতায় আনা হয় তার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের আধিকারিকরা প্রস্তুতি নিয়েছেন। নিহতদের পরিবারবর্গের সর্বতোভাবে সাহায্য করছেন তারা। দিল্লিতে রাজ্য সরকারের প্রেসিডেন্ট কমিশনার গোটা ব্যবস্থাপনার তদারকি করছেন। আজ রাত সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে কাশ্মীরে জঙ্গি হানায় নিহত তিন জনের দেহ আসতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।