রাজ্যের খবর
মালদায় দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন! চাঞ্চল্য এলাকায়
Class 12 student shot dead in Malda! Sensational scene

Truth Of Bengal: মালদার কালিয়াচক থানার অন্তর্গত আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুরে বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ। মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ, সে সাইলাপুর এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভঙ্করের পেটে গুলি করে তাকে খুন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার সকালে নওদা বিনপাড়ার কয়েকজন বাসিন্দা একটি দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। খুনের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।