নদিয়ার বিশেষ অভিযানে ৩ বাংলাদেশি সহ ১ ভারতীয় গ্রেফতার
3 Bangladeshis, 1 Indian arrested in Nadia special operation

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া – নদিয়া জেলার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরেকটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানে পুলিশ গ্রেফতার করেছে ৩ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল, যার নাম হলো—বাংলাদেশিদের মধ্যে আলামিন এস কে, মাক ছুদুল মোল্লা ও আদরি শেখ; অপরদিকে ভারতীয় দালালের নাম আমির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সূত্রের মাধ্যমে তথ্যে আসে যে, এই ভারতীয় দালালের চক্রের আওতায় নিচ্ছিন্নভাবে কাজ করা হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা। তদন্ত অনুসারে, উল্লিখিত তিন অনুপ্রবেশকারী গতকাল রাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে নদীয়ার হাঁসখালি থানার অধীনে তাদের অবস্থান নিশ্চিত করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এছাড়াও, প্রতি অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত একটি যুবককে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও করা হবে।
সূত্র অনুযায়ী, গত কয়েক মাসের মধ্যে নদীয়ার রানাঘাট পুলিশের সীমান্তবর্তী এলাকাসমূহ থেকে অনুপ্রবেশকারীর গ্রেফতারের সংখ্যা প্রায় ৩০০-এর বেশি, আর অনুপ্রবেশকারীদের সহায়তা প্রদানকারী দালাল চক্রের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের পরিমাণও যথেষ্ট। পুলিশ জানিয়েছে, যতদিন না পর্যন্ত অনুপ্রবেশকারীদের দমন করা সম্ভব হচ্ছে না, ততদিন এই অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা সর্বাত্মক সচেষ্ট থাকবে।