রাজ্যের খবর

বিজেপি মিছিলে ধরা পড়ল পকেটমার, সমর্থকের দাবিকে ঘিরে চাঞ্চল্য

Pickpocket caught at BJP rally, stir over supporters' claims

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: “চোর চোর চোর” স্লোগানে মুখর বিজেপির মিছিল যখন হুগলি জেলার ডিএম অফিস অভিযান নিয়ে এগিয়ে চলেছে, ঠিক তখনই সেই মিছিলেই হঠাৎ উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, ভিড়ের মাঝে ঢুকে পড়ে এক পকেটমার! মিছিলের ভিড়ে এক বিজেপি নেতার পকেট কাটার চেষ্টায় সন্দেহভাজন এক যুবককে ধরে বিজেপি কর্মীরা উত্তম-মধ্যম দেন।

ঘটনাটি ঘটে, হুগলির ঘড়ির মোড় এলাকায়। সেখানে বিজেপির মিছিল পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই এক যুবককে ঘিরে ধাওয়া শুরু হয়। চিৎকার ওঠে —”চোর ধরা পড়েছে!” সেই যুবক নিজেকে বিজেপি সমর্থক বলে পরিচয় দেয়, তার দাবি, তার নাম বিনয় মিশ্র, এবং সে উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে এসেছে বিজেপির প্রতিবাদ মিছিলে অংশ নিতে।

তবে বিজেপি নেতারা তার দাবি মানতে নারাজ। বিজেপি নেতা সোমনাথ মৈত্র অভিযোগ করেন, “ভিড়ের মধ্যে এক পকেটমার আমার পকেট কাটার চেষ্টা করেছিল, সৌভাগ্যবশত মানিব্যাগ নিতে পারেনি। ওর মতো লোক আমাদের দলে নেই, বিজেপি পকেট মারে না।”

এই ঘটনার সময় মিছিলস্থলে পুলিশের উপস্থিতি ছিল। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনো গ্রেফতারের খবর মেলেনি। অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনার ফলে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। ওই যুবকের প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles