স্মার্টফোনের পর এবার ভারতের বাজারে ল্যাপটপ ও প্রো ল্যাপটপ আনল মটোরোলা
After smartphones, Motorola now brings laptops and pro laptops to the Indian market

Truth Of Bengal: স্মার্টফোনের পাশাপাশি মটোরোলা তাদের পণ্যের সম্ভার বাড়াল। ভারতের বাজারে মটোরোলা স্মার্টফোনের পর ল্যাপটপ ও মোটো প্রো প্যাড বিক্রি শুরু করেছে। সম্প্রতি মটোরোলা ভারতের বাজারে এআই ফিচারযুক্ত তাদের প্রথম ল্যাপটপ Moto Book 60 এবং একটি প্রিমিয়াম ট্যাবলেট Moto Pad 60 Pro ভারতের বাজারে আনল। ২৩ এপ্রিল থেকে Motorola এর প্রথম Moto Book 60 ল্যাপটপটি Flipkart এর মাধ্যমে বিক্রি শুরু হবে। এই ল্যাপটপ ব্রোঞ্জ গ্রিন এবং ভেজ উডের মতো ২টি রঙে মিলবে।
মটোরোলার এই ল্যাপটপটিতে 14 ইঞ্চি 2.8K OLED ডিসপ্লে রয়েছে ৷ এই ল্যাপটপটিতে ইন্টেল কোর 7 প্রসেসর, 16 জিবি র্যাম, 1 টেরাবাইট স্টোরেজ রয়েছে। ডিভাইসটিতে 60Wh ব্যাটারি রয়েছে যা 65W দ্রুত চার্জিং সাপোর্ট দেয়।
Moto Book 60 ল্যাপটপটির দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ থেকে ৷ 16GB ব়্যাম + 512GB স্টোরেজের Intel Core 5 ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা ৷ 16GB ব়্যাম + 512GB স্টোরেজের Intel Core 7 ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯০ টাকা । ইন্টেল কোর 7 টপ ভ্যারিয়েন্ট যেটি 16 GB ব়্যাম + 1 টিবি স্টোরেজ রয়েছে, এটি ৭৮,৯৯০ টাকায় কিনতে পারবেন । নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।
মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেটটি 12.7 ইঞ্চির 3কে এলটিপিএস ডিসপ্লে রয়েছে। এটি দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ এটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হয়েছে । Moto Pad 60 Pro মডেলটিতে MediaTek Dimensity 8300 প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ এটিতে ARM G615 MC5 গ্রাফিক্স ইন্টিগ্রেটেড। Moto Pad 60 Pro ট্যাবলেটটি 8 জিবি ও 12 জিবি ব়্যামের ভ্যারিয়েন্টে এসেছে।
মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। এক্সটারনাল স্টোরেজের সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড 14 সিস্টেম দ্বারা চালিত। এতে একটি স্মার্ট কানেক্ট সুবিধা রয়েছে । এটিতে 10.200mAh ব্যাটারি রয়েছে যা 68W দ্রুত চার্জিং সাপোর্ট করে। ট্যাবলেটটিতে একটি 13MP রিয়ার ক্যামেরা এবং একটি 8MP ফ্রন্ট ক্যামেরা ও Moto Pen Pro রয়েছে। Moto Pad 60 Pro ট্যাবলেটটির 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা । একইভাবে, 12GB RAM+256GB স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা।
Moto Book 60 (Core Ultra 5) এবং Moto Book 60 (Core Ultra 7) মডেল দুটির মধ্যে শুধুমাত্র প্রসেসরের পার্থক্য রয়েছে। এই ল্যাপটপে Dolby Atmos স্টিরিও স্পিকার, 1080p প্রাইভেসি শাটার ওয়েবক্যাম, IR ক্যামেরা সহ Windows Hello ফেস রিকগনিশনের মতো ফিচার রয়েছে। একইসঙ্গে এটি মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি (MIL-STD-810H) সার্টিফায়েড, ফলে এটি আরও টেকসই হয়ে উঠেছে। এছাড়াও এই ল্যাপটপে স্মার্ট কানেক্টের মতো ফিচার অর্থাৎ স্মার্ট ক্লিপবোর্ড, ফাইল ট্রান্সফার এবং ‘সুইপ টু শেয়ার’ ফিচার রয়েছে। এই ল্যাপটপে Wi-Fi 7, Bluetooth 5.4, দুটি USB Type-A 3.2 Gen 1 পোর্ট, দুটি USB Type-C 3.2 Gen 1 পোর্ট, HDMI পোর্ট, DisplayPort 1.4, microSD কার্ড স্লট এবং 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার রয়েছে।