IPL 2025খেলা

আইপিএল-এ দ্রাবিড়ের দলের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ

IPL: Dravid's team accused of rigging

Truth Of Bengal: আজ থেকে ঠিক ১২ বছর আগের কথা। অর্থ্যাৎ ২০১৩ সালে আইপিএল-এ ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল গোলাপি শহরের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই কারণেই ২০১৬ এবং ২০১৭ দুই বছর ক্রিকেটের মেগা টুর্নামেন্টে সাসপেন্ড ছিল রাজস্থান দলটি। তবুও ম্যাচ গড়াপেটার অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজস্থানের। ২০২৫ সালে এসেও তাদের বিরুদ্ধে সেই একইরকম অভিযোগ উঠল। এবার বর্তমান রাহুল দ্রাবিড়ের দলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাজস্থান ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা জয়দীপ বিহানী।

তাঁর অভিযোগ, ‘গত শনিবার আইপিএল-র ম্যাচে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ ছিল লখনউ সুপার জায়ান্ট। মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাহুল দ্রাবিড়ের দল মাত্র ২ রানে পরাজিত হয় ঋষভ পন্থদের কাছে। শেষ ওভারে কিভাবে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে যেভাবে হারতে হয়েছে তা  মেনে নেওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘রাজস্থান দলের ওপর আমাদের রাজ্যের সরকারের অ্যাড হক কমিটির কোনও নিয়ন্ত্রণ নেই।’

এখানেই থেমে না থেকে বিহানী বলেন, ‘রাজস্থান সরকার আমাদের কাজে সন্তুষ্ট হয়ে আমাদের মেয়াদ বৃদ্ধি করেছে। এক বা দুই বছর নয়, আমরা পাঁচবার এই কমিটির মেয়াদ বৃদ্ধি পেয়েছে। আমরা সফলভাবে জেলস্তর ও জাতীয় স্তরের প্রতিযোগিতাগুলির আয়োজন করতে পেরেছি। অথচ আইপিএল-র সময় আমাদের কোনও দায়িত্ব দেওয়া হয় না। তখন সঙ্গে সঙ্গে স্পোর্টস কাউন্সিল এর দায়িত্ব নিয়ে নেয়। তাদের যুক্তি, মানসিং স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের মউ চুক্তি স্বাক্ষরিত হয়নি। আর একান্তই যদি না থাকে, তাহলে ক্ষতি কিসের? প্রতিটি ম্যাচের জন্যই তো স্পোর্টস কাউন্সিলকে অর্থ প্রদান করা হচ্ছে।’

এদিকে গড়াপেটার অভিযোগ উঠতেই পাল্টা মুখ খুললো রাজস্থান রয়্যালস। তাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা। এমন অভিযোগ দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাজস্থান রয়্যালস তাদের রাজ্য সরকারের সঙ্গে সবরকমের সহযোগিতা করে আসছে দীর্ঘ বছর ধরে। সুতরাং যিনি ভিত্তিহীন অভিযোগ করছেন তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির আহ্বান জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।’

উল্লেখ্য, এই মুহূর্তে রাজস্থান রয়্যাল পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে। তাদের সংগ্রহ আট ম্যাচে চার পয়েন্ট। আগামী ২৪ এপ্রিল চেন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান মুখোমুখি হবে আরসিবির। এখন দেখার এই ম্যাচে রাহুল দ্রাবিড়ের দল কি ফল করে।

Related Articles