শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না, কেন বললেন মুখ্যমন্ত্রী?
Why reducing art to just a story level is not enough, says the Chief Minister

Truth Of Bengal: বাংলা এখন শিল্পের ডেস্টিনেশন। শিল্পের জোয়ার এসেছে বাংলায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে কোটি কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল তার বাস্তবায়ন ঘটছে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক সভা থেকে সেকথাই মনে করিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না। যারা বলে বাণিজ্য সম্মেলনে কী হল তাদের জন্য উত্তর। ৭টি বাণিজ্য সম্মেলনে ১৯ লক্ষ কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছে। অনেকে বলে বাংলায় কোথায় শিল্প, তাদের বাংলার শিল্প চোখে পড়ে না।
তারা বাংলার শিল্প চোখে দেখে না। সোমবার শালবনিতে দুটি পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের উপর যে বিশেষ জোর দিয়েছেন সে কথা তুলে ধরলেন।