রাজ্যের খবর

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে

Fire breaks out at chemical factory in Dome, 15 fire engines rushed to spot

Truth of Bengal: হাওড়ার ডোমজুড়ে একটি রাসায়নিক প্রস্তুতকারক কারখানায় সোমবার দুপুর আনুমানিক ৩:৩০ মিনিট নাগাদ বিধ্বংসী আগুন লাগে। স্থানীয়দের মতে, মুহূর্তের মধ্যেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে চারপাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।

প্রচুর পরিমাণে দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটতে থাকে, যার ফলে গোটা এলাকা কেঁপে ওঠে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, কারখানা থেকে প্রায় ২ কিলোমিটার দূরবর্তী হোগলা বনেও আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছালেও পরিস্থিতির জটিলতা দেখে পরে আরও ৫টি ইঞ্জিন ডাকা হয়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। দমকা হাওয়ার কারণে আগুনের তীব্রতা আরও বেড়ে চলেছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনাটা চরম কঠিন হয়ে দাঁড়িয়েছে।

যদিও এই মুহূর্ত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তার কারণে। ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related Articles