বিধানসভার আগে বিজেপির পোস্টার অস্বস্তি চরমে
BJP's poster unease reaches its peak before the assembly elections

Truth Of Bengal: ছাব্বিশে বিজেপি তৃণমূলের সঙ্গে লড়বে নাকি বিজেপি বনাম বিজেপির সংঘাত তীব্রতর হবে? জেলায় জেলায় পোস্টার, বিদ্রোহের ঘনঘটা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। আদি-নব্যের আধিপত্য বজায় রাখার চক্রব্যুহে আটকে থাকা রাজ্য সভাপতি বদল নিয়ে চলছে দীর্ঘ টালবাহানা।
এক ব্যক্তি এক পদের নীতি রক্ষা করা দুষ্কর। মুখ বদল করে বঙ্গ বিজেপিকে ছাব্বিশের লড়াইতে নামার প্রস্তুতি চলছে বলে শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের জায়গায় দিলীপ ঘোষ নাকি অন্যকোনও নতুন মুখ তাই নিয়ে টানাপোড়েন চলছে জোরকদমে।
বিজেপি বনাম বিজেপির সংঘাত তীব্র হওয়ায় নয়া সভাপতি বসলে তাঁকে কাঁটার মুকুট পরতে হবে বলে দলের পুরনো নেতাদের বিশ্বাস। কারণ ক্ষমতার রাশ কার হাতে থাকবে তাই নিয়ে গোষ্ঠীতে গোষ্ঠীতে ঠোকাঠুকি চরমে। পোস্টারে লেখা রয়েছে ২০২৪ এর নির্বাচনে অভিজিৎ দাস লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বিজেপি এই পোস্টারের পিছনে শাসকদলের হাত দেখলেও দলের একাংশ তা খারিজ করে দিচ্ছে।
শুধু সুন্দরবনেই নয়, অন্যান্য জেলাতেও দ্বন্দ্বের চোরাস্রোতে খেই হারাচ্ছে গেরুয়াশিবির। বিজেপির জেলা সভাপতির অপর্ণা নন্দীর বিরুদ্ধে পোস্টার পড়ল নদিয়াতেও। বিজেপির জেলার দলীয় কার্যালয়ের বাইরে পোস্টারে ছয়লাপ। আগে নদিয়া জেলা বিজেপির সভাপতি ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপির বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, তাকে পরিবর্তন করে দল নতুন সভাপতি নির্বাচিত করেন জেলার এই মহিলা নেত্রীকে। নদিয়া বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক জায়গায় পোস্টার পড়ায় অস্বস্তি বাড়ছে বিজেপির, বিশৃঙ্খলার চক্রব্যুহে আটকে পড়ে হাঁসফাঁস দশা গেরুয়া শিবিরের।