বিনোদন

আসছে ‘কৃশ ৪’, ফের জুটিতে হৃত্বিক-প্রিয়াঙ্কা!

'Krrish 4' is coming, Hrithik-Priyanka to pair up again!

Truth Of Bengal: ফের বড়পর্দায় ভারতীয় সুপারহিরোকে ফিরিয়ে আনতে চলেছেন হৃতিক রোশন। ‘কৃশ’ এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন হৃতিক। স্বাভাবিকভাবেই  ‘কৃশ ৪’ নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। ছবিতে দেখানো হবে টাইম ট্রাভেলের প্রেক্ষাপট।

এমনকি ‘কৃশ ৪’-এ তিনটি চরিত্রে দেখা যাবে হৃত্বিককে। আর এই ছবি দিয়েই ফের একবার ফিরতে চলেছে পুরোনো জুটি। সূত্রের খবর, ‘কৃশ ৪’-এ হৃত্বিকের বিপরীতে দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবিতে প্রিয়া-র ভূমিকায় অভিনয় করতেই দেখা যাবে তাঁকে। এমনকি শোনা যাচ্ছে ছবিতে প্রীতি জিনতার সঙ্গেও জুটি বাঁধবেন হৃতিক। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুর দিক থেকেই শুরু হবে সিনেমার শ্যুটিং।

বলিউড সূত্রে আরও খবর, টাইম ট্রাভেলের প্রেক্ষাপটে তৈরি হবে ‘কৃশ’ ছবির চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। যেখানে হলিউডি কায়দায় ‘ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেম’-এর ছায়া দেখা যেতে পারে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, গল্পে তিনটি সময়কাল দেখানো হবে। ত্রিকালের প্রেক্ষাপটে ট্রিপল রোলে অভিনয় করবেন হৃতিক রোশন। তার সঙ্গে পারিবারিক আবেগ, সম্পর্কের রসায়নও উপকরণ হিসেবে মজুত থাকবে ‘কৃশ ৪’-এ।

‘কৃশ’ এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজির সিনেমায়  প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিন্টার পাশাপাশি প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিবেক ওবেরয় এবং রেখাও। কাস্টিং তালিকায় নোরা ফতেহির নাম যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তুখড় অ্যাকশন সিকোয়েন্সে দেখা যেতে পারে অভিনেত্রীকে। জানা গেল, এই ছবিতে ভিএফএক্স খুব গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবার খসড়ার পর শেষমেশ চূড়ান্ত হয়েছে ‘কৃশ ৪’-এর চিত্রনাট্য। ‘ওয়ার ২’-এর পর এই ছবির কাজ শুরু করবেন হৃতিক রোশন।  স্বাভাবিকভাবেই হৃতিক রোশনের পরিচালনায় ‘কৃশ ৪’-এ যে একাধিক চমক থাকছে সেটা স্পষ্ট।

Related Articles