বিজেপিকে দূরবিনেও খুঁজে পাওয়া যাচ্ছে না, গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য অনন্ত মহারাজের
BJP can't be found even with a telescope, Anant Maharaj's comments increase the discomfort of the saffron camp

Truth Of Bengal: উত্তরবঙ্গের রাজনীতিতে তোলপাড় তৈরি করেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায়, যিনি অনন্ত মহারাজ নামেই বেশি পরিচিত। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, উত্তরবঙ্গে বিজেপির অবস্থা এতটাই খারাপ যে, “দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।” তাঁর এই মন্তব্যে বিজেপির অস্বস্তি আরও বেড়েছে, বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে।
অনন্ত মহারাজ জানান, উত্তরবঙ্গে বিজেপির বর্তমান দুর্দশার বিষয়টি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্য বিজেপি নেতৃত্ব তাঁকে গুরুত্ব দিচ্ছে না। তিনি রাজ্যসভার সাংসদ হয়েও কোনও বড় সিদ্ধান্তে তাঁর সঙ্গে আলোচনা করা হয় না।
এর পাশাপাশি, তিনি ‘গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’ নাম নিয়ে দ্বন্দ্বের কথাও তুলে ধরেন। তিনি জানান, এই সংগঠনের রেজিস্ট্রেশন তাঁর কাছে রয়েছে এবং তিনি এর চেয়ারম্যান। অথচ বংশীবদন বর্মন-সহ কয়েকজন ওই একই নামে সংগঠন চালাচ্ছেন, টাকা তুলছেন এবং অনুষ্ঠান করছেন। তাই তিনি এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়টি নিয়ে বংশীবদন বর্মন পাল্টা বলেন, অনন্ত মহারাজ এখন বিজেপির সাংসদ, তাই তাঁর ‘গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’ নিয়ে কিছু বলার অধিকার নেই। তিনি যে রেজিস্ট্রেশন দেখাচ্ছেন তা ২০২৪ সালের, অথচ তাঁরা এই নামে সংগঠন চালাচ্ছেন গত দুই দশক ধরে।
বিষয়টি নিয়ে কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন বলেন, অনন্ত মহারাজ দলের সাংসদ, নিশ্চয়ই তাঁর গুরুত্ব রয়েছে। কী বলেছেন সেটা খতিয়ে দেখা হবে এবং খুব শীঘ্রই তাঁর সঙ্গে আলোচনায় বসা হবে। সব মিলিয়ে, উত্তরবঙ্গে বিজেপির ভিত যে কাঁপছে, অনন্ত মহারাজের এই মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।