লিফটে প্রস্রাব! সিসিটিভিতে ধরা পড়ল লজ্জাজনক ঘটনা, নেটদুনিয়ায় নিন্দার ঝড়
Pee in the elevator! Shocking incident caught on CCTV sparks outrage

Truth of Bengal: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিব্রতকর সিসিটিভি ফুটেজ, যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ভিডিওটি ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, এক ব্যক্তি লিফটের ভেতর দাঁড়িয়ে প্রস্রাব করছেন।
লিফটে প্রস্রাব! সিসিটিভিতে ধরা পড়ল লজ্জাজনক ঘটনা, নেটদুনিয়ায় নিন্দার ঝড় pic.twitter.com/jjMZbCUMT9
— TOB DIGITAL (@DigitalTob) April 12, 2025
ফুটেজ অনুযায়ী, ওই ব্যক্তি প্রথমে লিফটে প্রবেশ করেন এবং দরজা বন্ধ হওয়ার পরপরই এক কোণে গিয়ে প্রস্রাব করা শুরু করেন। ঘটনাটি এখানেই থেমে থাকেনি। যখন লিফট নিচের দিকে নামছিল এবং অন্য একটি তলায় থামার প্রস্তুতি নিচ্ছিল, তখন তাকে দেখা যায় পায়ের সাহায্যে প্রস্রাব লিফটের দরজার ফাঁকের দিকে ঠেলে দিতে—যেন তা বাইরে বেরিয়ে যায়। এই কাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে লিফটের ক্যামেরায়। ভিডিওটি অনলাইনে শেয়ার হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং হাজারো মানুষ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “এদের হাতে যদি সোনার পাত্রও দাও, তবুও ভিক্ষাই করবে।” আরও একজন লেখেন, “ঘৃণ্য আচরণ! এমন কাজের জন্য কড়া শাস্তি হওয়া উচিত।” অনেকেই প্রস্তাব দিয়েছেন, ওই ব্যক্তিকে জরিমানা করা হোক, জেল হোক এবং তার নিজের হাতে লিফট পরিষ্কার করানো হোক। এই ঘটনার ফলে নাগরিক দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। কীভাবে এমন আচরণ এখনো সমাজে ঘটে, তা নিয়ে উদ্বিগ্ন সবাই।
স্থানীয় প্রশাসনের প্রতি অনেকে আহ্বান জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণ করে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যদিও এখনো তার পরিচয় জানা যায়নি, তবে সামাজিক মাধ্যমে জনমতের চাপে ভবন কর্তৃপক্ষ ও প্রশাসনের উপর দায়িত্ব পড়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়, নাগরিক সচেতনতা আরও জরুরি।