রাজ্যের খবর

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে প্রেমিকা! খবর শুনেই গলায় দড়ি প্রেমিকের

Girlfriend attempts suicide by consuming poison! Boyfriend hangs himself after hearing the news

Truth Of Bengal:  নদিয়ার ক্লাস নাইনের ছাত্রের সাথে ক্লাস সিক্সের ছাত্রীর প্রেম।  সেই খবর ঊভয় পরিবারের মধ্যে জানাজানি হতেই ঘটলো মর্মান্তিক ঘটনা। ভীতসন্ত্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিকা। আর তার জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো প্রেমিক।

ঘটনাটি নদিয়ার হাঁসখালী থানার বগুলায়। নবম শ্রেণীর এক ছাত্র ও এক নাবালিকা প্রেমে জড়িয়ে পড়ে ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই প্রেমিক ক্লাস নাইনের ছাত্র। পাশাপাশি একই গ্রামের নাবালিকার সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই খবর ঊভয় পরিবারের মধ্যে জানাজানি হতেই ঘটলো মর্মান্তিক ঘটনা।

নাবালিকা ক্লাস সিক্সের ছাত্রী। সকালে ঘুম থেকে উঠেই মনের আবেগ তাড়িত হয়ে বা ভীতসন্ত্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে ওই নাবালিকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নাবালিকার পরিবারের লোকজন তার আত্মত্যাগ করার চেষ্টার খবর জানতে পেরে  সঙ্গে সঙ্গে নাবালিকাকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে।

প্রেমিকার বিষ খেয়ে আত্মহত্যার খবর জানা মাত্রই কিছুক্ষণ পরেই নাবালক ছেলেটিকে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা। তাড়াতাড়ি দড়ি কেটে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয় জেলা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে নাবালকের মৃতদেহ সৎকার করা হয় মহাশ্মশানে।

Related Articles