লন্ডনে বসছে শাহরুখ-কাজলের ব্রোঞ্জের মূর্তি!
Bronze statues of Shah Rukh Khan and Kajol are being installed in London!

Truth Of Bengal: লন্ডনবাসীর মন জয় করতে আসছেন রাজ ও সিমরান জুটি। রাজ ও সিমরান হল যশ চোপড়া প্রযোজিত বিখ্যাত বলিউড সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় অভিনীত শাহরুখ খান আর কাজলের চরিত্রের নাম। ১৯৯৫ সালে এই ছবির মাধ্যমে রোমান্টিক জুটি হিসাবে সিনেপ্রেমীদের মনে স্থায়ী ভাবে জায়গা করে নেন শাহরুখ ও কাজল।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের আইকনিক পোজে এবার লন্ডনের লিসেস্টার স্কোয়্যারে দেখা যাবে শাহরুখ ও কাজলকে। ব্রোঞ্জের মূর্তি বসছে দু’জনের। এই প্রথম বার কোনো ভারতীয় সিনেমা লিসেস্টার স্কোয়্যারের মুভি ট্রেলে বিভিন্ন ছবির অংশে জায়গা করে নিল। এখানে হ্যারি পটার, লরেল ও হার্ডি, মিস্টার বিনসের মতো।সিনেমার নানান আইকনিক চরিত্রের মূর্তি আছে।
যশরাজ ফিল্মস ও হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স নামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার ৩০ বছর পূর্তি উপলক্ষে শাহরুখ ও কাজলের ব্রোঞ্জের মূর্তি বসানো হবে। লিসেস্টার স্কোয়্যারে সিনেমার বিখ্যাত দৃশ্যের শ্যুটিং হয়েছিল ওডিয়ন সিনেমার ইস্টার্ন টেরাসের বাইরে। সেখানেই বসবে শাহরুখ ও কাজলের ব্রোঞ্জের মূর্তি।