অফবিট

ফল, চকলেট ফ্লেভার অতীত, বাজারে আসছে বুকের দুধের স্বাদের আইসক্রিম!

Fruit, chocolate flavor past, breast milk flavor ice cream coming to market!

Truth Of Bengal: আইসক্রিমের কত রকম ফ্লেভার হয়! ফল, চকলেট, এমনকি লঙ্কা বা পান—সবই এখন আইসক্রিমে দেখা যায়। তবে এবার একেবারে ব্যতিক্রমী একটি ফ্লেভার আনছে আমেরিকার জনপ্রিয় শিশু পণ্য সংস্থা ‘ফ্রিডা’। তারা বাজারে আনতে চলেছে ‘ব্রেস্ট মিল্ক’ অর্থাৎ বুকের দুধের স্বাদের আইসক্রিম। আর এই ঘোষণাই রীতিমতো বিতর্ক তৈরি করেছে।

ফ্রিডা জানিয়েছে, এই আইসক্রিম তৈরির পেছনে রয়েছে মানুষের কৌতূহল—বুকের দুধের স্বাদ আসলে কেমন? যদিও বাস্তবে এই আইসক্রিমে আসল মাতৃদুগ্ধ ব্যবহার করা হচ্ছে না। আমেরিকার খাদ্য সংস্থাগুলোর অনুমতি না থাকায় ফ্রিডা জানিয়েছে, তারা শুধু দুধের পুষ্টিগুণ ও স্বাদ অনুকরণ করছে।

এই নতুন ডেজার্টে থাকবে ওমেগা-৩ ফ্যাট, ল্যাকটোজ, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ডি ও জিঙ্কের মতো উপাদান। স্বাদে এটি হবে মিষ্টি, হালকা বাদামের মতো এবং সামান্য নোনতা। আইসক্রিমটি তৈরি হবে ফ্রিডার নতুন ২-ইন-১ ব্রেস্ট পাম্পের প্রচারের অংশ হিসেবে। আর এটি কিনতে হলে গ্রাহকদের ৯ মাস অপেক্ষা করতে হবে—যেটি গর্ভধারণের সময়সীমার সঙ্গে মিলে যায়।

সংস্থাটি বলেছে, এই আইসক্রিম হবে ঘন, ক্রিমি ও পুষ্টিকর। যারা কখনো বুকের দুধের স্বাদ কেমন তা নিয়ে কৌতূহলী ছিলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলতে লজ্জা পেতেন—তাঁদের কথা ভেবেই এই পণ্য।

ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খবরটি। কেউ মজা করে লিখেছেন, “এটা নিশ্চয়ই কোনও প্র্যাঙ্ক।” কেউ আবার বলছেন, “এটা কে কিনবে, জানতে চাই।” তবে অনেকেই এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন—“যদি গরুর দুধের আইসক্রিম খাওয়া যায়, তাহলে মায়ের দুধের স্বাদে তৈরি আইসক্রিম খাওয়া নিয়ে সমস্যা কোথায়?”

ফ্রিডা অবশ্য বলেছে, এটি একেবারেই প্র্যাঙ্ক নয়, সত্যি বাজারে আসছে। ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে প্রি-অর্ডার শুরু হয়েছে। এখন দেখার বিষয়, মার্কিন বাজারে এই অভিনব আইসক্রিম কতটা জনপ্রিয়তা পায়!