ভোটার সংশোধন ও জনসংযোগে জোর, বুথ স্তরে প্রস্তুতি তৃণমূলের
Trinamool Congress focuses on voter registration and public relations, preparations at booth level

Truth Of Bengal: বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কেন্দুয়া পঞ্চায়েতের ধনঞ্জয় বাটি এলাকায় বুথ স্তরের কর্মীদের নিয়ে ব্যপক প্রস্তুতি মুলক বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ব্লক স্তর, অঞ্ছল স্তরে চলছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কর্মসূচী, তেমনি বুথ স্তরেও ব্যাপক আলচনার মাধ্যমে তৃণমূলের কর্মীরা সক্রিয় হয়ে উঠেছে।
এই সভায় উপস্থিত ছিলেন সিউড়ি ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল, পুরন্দরপুর অঞ্চল তৃণমূল সভাপতি বলরাম বাগদি, দমদম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইয়াসানুল হক সহ তৃণমূলের বহু কর্মী ও নেতৃত্বরা। তারা আলচনা করেন কীভাবে বুথ স্তরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তৃণমূলের জনভিত্তি মজবুত করা যায়।
বিশেষ জোর দেওয়া হয় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও সংশোধনের বিষয়ে। যেসব ভোটারদের এখনও তালিকাভুক্ত করা হয়নি কিংবা যাদের তথ্য সংশোধনের প্রয়োজন, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় কর্মীদের। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব কর্মীদের নির্দেশ দেন, স্থানীয় মানুষদের চিকিৎসা, সরাসরি পরিষেবা কিংবা অন্য যে কোন প্রয়োজনে যাতে সমস্যায় না পড়তে হয়, তার জন্য তারা সবসময় প্রস্তুত থাকবেন।
এছাড়াও, বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের, যাতে কোনো ব্যক্তি সরকারি সুযোগ-সুবিধা পেতে সমস্যা হলে তৃণমূলের পক্ষ থেকে তা দ্রুত সমাধান করা যায়।
সবমিলিয়ে ভোটের প্রস্তুতি ও জনসংযোগের মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে ব্লক স্তরের এই বৈঠককে কার্যকর ও ফলপ্রসূ করে তুলল তৃণমূল কংগ্রেস। আগামিদিনে এই ধরনের আরও সভা ও কর্মসূচির মাধ্যমে নির্বাচনের ময়দানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এগোচ্ছে দল।