রাজ্যের খবর

পুলিশ ক্যাম্পের উদ্বোধনে রাজ্যের পুলিশের ভূয়সী প্রসংশা করলেন সাংসদ মহুয়া মৈত্র

MP Mahua Moitra highly praised the state police at the inauguration of the police camp

Truth Of Bengal:  এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার মেয়াদপোতা পুলিশ ক্যাম্পের উদ্বোধন করতে এসেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। পুলিশ ক্যাম্পের উদ্বোধনে করে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের পুলিশের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, উত্তর প্রদেশের পুলিশ ডান্ডা দেখায় আমাদের পুলিশ কিন্তু এরকম নয়। আমাদের পুলিশ বাড়ির মা ভাই বোনেদের মতো পারিবারিক ঝামেলাও ঠিক করে দেয় এবং বাড়িতে বাচ্চা হলে ওসি সাহেবকে মানুষ মিষ্টিও খাওয়ায়।

এদিন নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় ম্যাচপোতা পুলিশ ক্যাম্পের উদ্বোধনে করে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের পুলিশ সম্পর্কে এমনই মন্তব্য কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর। বাংলার পুলিশের ভুয়সি প্রশংসা করে মহুয়া মৈত্র বলেন, পুলিশ বাড়ি ঘর, ছোট ছোট ছেলেমেয়ে ছেড়ে এসে তারা থেকে এসে আমাদের পরিষেবা দেয়।

পুলিশি ব্যবস্থার যে বিকেন্দ্রীকরণ তা একপ্রকার ভালো উদ্যোগ বলেই মন্তব্য মহুয়ার। সাধারণ  মানুষের উদ্দেশ্যে মহুয়া বলেন, মাঝেমধ্যে পুলিশের উপর রাগ করে অনেকে অনেক কথা বলেন। পুলিশ আমাদের উপকারের জন্য এসেছে, সাহায্যের জন্য এসেছে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কথা বলেন তিনি।

এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার মেয়াদপোতা পুলিশ ক্যাম্পের ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। এই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে এবং নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর প্রমূখরা। এদিন পুলিশকে উদ্বোধনে এসে এলাকার ছোট ছোট ছাত্র-ছাত্রীদের হাতে পড়াশোনার সরঞ্জাম ছাড়াও এলাকার বয়স্কদের হাতে বস্ত্র তুলে দিলেন মহুয়া মৈত্র।

Related Articles