চৈত্রের শেষলগ্নে বঙ্গ জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, জানাল হাওয়া অফিস
Heavy rains in Bengal at the end of Chaitra, says Meteorological Department

Truth Of Bengal: চৈত্রের শেষলগ্নে বঙ্গ জুড়ে ঝড়- বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তুমুল বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি। এরজেরে কিছুটা হলেও কমবে গরম। কিন্তু বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে সতর্কতা।
অন্যদিকে উত্তরবঙ্গের আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। নেই বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯০ শতাংশ। এরজেরে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।