দেশ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জের, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, আহত ৮

Drunk driving kills 3, injures 8

Truth Of Bengal: রাজস্থানের জয়পুরে ভয়াবহ পথদুর্ঘটনার ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কতটা বিপজ্জনক হতে পারে। আইন বারবার নিষেধ করলেও, অনেক চালক সেই কথা মানছেন না। যার ফলে বারবার ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জয়পুরের নাহারগড় এলাকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে একটি এসইউভি গাড়ি এক সরু গলির মধ্যে দিয়ে ছুটে এসে দুটি বাইককে ধাক্কা মারে। বাইক আরোহীরা সঙ্গে সঙ্গে পড়ে যান। গাড়িটি থামেনি, উল্টে আরও কয়েকটি গাড়ি ও পথচারীর গায়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে উসমান নামে এক ব্যক্তি অতিরিক্ত মদ্যপ অবস্থায় প্রায় ৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন জনাকীর্ণ এলাকায়। তাঁর গাড়ির ধাক্কায় অবদেশ পারিক (৩৭), মমতা (৫০) এবং আরও একজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৮ জন, যাঁদের মধ্যে তিন বছরের একটি ছোট মেয়েও রয়েছে। আহতরা বর্তমানে এসএমএস হাসপাতালে চিকিৎসাধীন।

 

সিসিটিভি ফুটেজ ও স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার পর গাড়িটি গালতা গেট ও এমআই রোড এলাকায়ও আরও কিছু গাড়ি ও এক পথচারীকে ধাক্কা দেয়। অবশেষে স্থানীয় বাসিন্দারাই গাড়িটিকে থামিয়ে চালককে পুলিশের হাতে তুলে দেন।

এই ঘটনার পর নাহারগড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য জানিয়েছেন, চালক এতটাই মদ্যপ ছিলেন যে কী ঘটছে, তাও বুঝে উঠতে পারেননি।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন এবং অভিযুক্ত চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Related Articles