রাজ্যের খবর

নবান্ন ওয়েলফেয়ারের উদ্যোগে মালদায় নিরক্ষর মহিলাদের জন্য ‘শিক্ষার আলো’

'Light of Education' for illiterate women in Malda under the initiative of Nabanna Welfare

Truth Of Bengal: পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির এক অভিনব উদ্যোগে শুরু হল ‘কিরন’ প্রকল্পের অংশ হিসেবে ‘শিক্ষার আলো’ প্রশিক্ষণ কেন্দ্র। লক্ষ্য একটাই এলাকার সমস্ত বয়স্ক, নিরক্ষর মহিলাদের সাক্ষরতা এবং শিক্ষার আলয় আলকিত করা। সম্পূর্ণ বিনামুল্যে এই প্রশিক্ষণ কেন্দ্রে সেচ্ছা সেবীরা তাদের তাঁদের শ্রম দিয়ে মহিলাদের পড়া ও লেখার প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রথম দিনেই প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হয়েছিলেন প্রায় ২০ থেকে ৩০ জন নিরক্ষর মহিলা। তাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী ছাড়াও স্বাস্থ্য সচেতনতার  অংশ হিসেবে আয়রন ট্যাবলেট ও স্যানিটারি ন্যাপকিন। প্রশিক্ষণ পেয়ে মহিলারা ভীষণ আপ্লুত। তাঁরা জানান, অনেকেই সাক্ষর করতে জানলেও পড়তে পারেন না। এই কেন্দ্রের মাধ্যমে তাঁরা এবার পড়তে ও শিখতে পারবেন। নবান্ন ওয়ালফেয়ার এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার মহিলারা।

প্রসঙ্গত, সংগঠনের সভাপতি কস্তুরি দেব ঘোষ জানিয়েছেন, “অনেক মহিলা আছেন যারা ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল বা অভাবের কারণে পড়াশোনা করতে পারেন নি। তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ। হাতে-কলমে প্রশিক্ষনের মাধ্যমে  সাক্ষর করে তোলাই  আমাদের লক্ষ্য। প্রথম দিনেই দারুন সাড়া পেয়েছি। অবসর সময়ে, বিশেষ করে বিকেলে, এই প্রশিক্ষণ চলবে। আমরা চাই, শিক্ষার মাধ্যমে নারী  সমাজ আরও এগিয়ে যাক।”

এই উদ্যোগে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসাহ দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে আরও বেশি মহিলারা এই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন এবং স্বাবলম্বী হয়ে উঠবেন।

 

Related Articles