বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির থেকে টাকা চুরির ঘটনা
Money stolen from Bihari temple in Vrindavan

Truth Of Bengal: মন্দিরের প্রনামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা। অভিযোগের তীর এক ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে। বৃন্দাবন বাঁকে বিহারী মন্দিরে ঘটলো এই ঘটনা। ওই ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, প্রনামী বাক্সে টাকা গোনার সময় প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই ওই ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয় নয় লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অভিনব সক্সেনা মথুরার ড্যাম্পিয়ার নগরে কর্মরত। মন্দিরের টাকা গোনার দায়িত্বে ছিলেন তিনি। ২০২০ থেকেই তিনি কর্মরত ব্যাংকের বৃন্দাবন শাখাতে। চুরি নিয়ে সন্দেহ হতেই মন্দির কমিটির এক সদস্যের তরফ থেকে অভিযোগ জানানো হয় থানায়। অভিযোগে জানানো হয়, যে সময় তিনি টাকা গুনছিলেন সেই সময়ই তিনি চুরি করেছেন। এই অভিযোগের পরই শুরু হয় পুলিশি তদন্ত। তদন্ত থেকেই জানা যায়, গত তিন দিন ধরে সেখান থেকে তিনি টাকা সরিয়েছেন।
প্রসঙ্গত, বাঁকে বিহারি মন্দির চত্বরে রয়েছে ১৬ টি প্রনামী বাক্স। সেগুলির প্রত্যেকটাতেই ভক্তরা প্রনামী দিয়ে থাকেন। সেই বাক্সগুলির টাকাই মাসে একবার কি দুবার গোনার কাজ করা হয়। এবং তা জমা দেওয়া হয় মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মন্দিরের একজন কর্মী সিসিটিভি ফুটেজ চেক করতেই ওই চুরির ঘটনা তার নজরে আসে। পুলিশ জানান, জেরে অভিযুক্ত অভিনব চুরির কথা স্বীকার করেছেন। তবে এই চুরির ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা সেটাই তদন্ত করে দেখছে পুলিশ।