
Truth Of Bengal: আইপিএল চলছে। আগামী ৮ তারিখ ফের ঘরের মাঠে নাইট রাইডার্স মাঠে নামবে। সেই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। পন্থদের বিরুদ্ধে মাঠে নামার আগেই নাইটদের সেরা অস্ত্র স্পিনার বরুণ চক্রবর্তী চেন্নাই উড়ে গেলেন। না ঘাবড়ে যাওয়ার কোনও বিষয় নয়। ক্রিকেটারের পাশাপাশি বরুণ একজন আর্কিটেকচারও বটে। আর সেই কাজের কারণেই বরুণ গিয়েছেন চেন্নাই।
নাইটদের এই স্পিনার প্রথমে ক্রিকেটার হওয়ার কথা ভাবেননি। স্বপ্ন দেখেছিলেন একজন স্থপতি হওয়ার। কিন্তু তারপরই গোদাবরীর জল বইতে শুরু করে অন্য দিকে। পেশায় স্থপতি বরুণ চক্রবর্তী ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন। বর্তমানে বরুণের পরিচয় একজন ‘মিস্ট্রি স্পিনার’ হিসাবে। ক্রিকেটার হয়ে উঠলেও বরুণ তাঁর পেশাকে এখনও ভোলেননি। এখনও তাঁর বেশ কয়েকজন ক্লায়েন্ট রয়েছেন। সূত্রের খবর, তাঁদেরই একজনের অনুরোধে নাইট স্পিনার চেন্নাই উড়ে গিয়েছেন কাজের তদারকি করতে।
ইতিমধ্যে ওই নির্মাণকাজ পরিদর্শনরত বরুণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। সেখানে দেখা যাচ্ছে হেলমেট পড়ে বরুণ স্থাপত্যের কাজ খুঁটিনাটিভাবে পরিদর্শন করছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই নাইট বোলার সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তিনি স্থাপত্যবিদ্য নিয়ে পড়়াশুনা করেছেন। তাই সেই বিদ্যা এখনও কাজে লাগছে তাঁর।