খেলা

অবসর নিয়ে ধোনিকে খোঁচা দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার

Former national cricketer takes a dig at Dhoni over retirement

Truth Of Bengal: ২০২৩ সালের আইপিএল-র পর পরই আইপিএল থেকে সরে দাঁড়ানো উচিত ছিল মহেন্দ্র সিং ধোনির। কিন্তু তিনি তা করলেন না। উল্টে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। যা একদমই করা উচিত ছিল বলে আমার মনে হয় না। সম্মান থাকতে থাকতেই সরে যাওয়া উচিত ছিল ধোনির। এক সাক্ষাৎকারে এমনই কথা বললেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় মনোজ তিওয়ারি।

মনোজ জানান, ‘এখনও অবধি আইপিএল-র যতগুলি ম্যাচ হয়েছে, তার বেশিরভাগটাতেই ধোনির মন্থর ব্যাটিং চোখে পড়েছে। যা একেবারেই সহ্য করতে পারছেন না সিএসকে সাপোর্টাররা। ধোনি চেন্নাই দলের হয়ে ৮ থেকে ১০ ওভার ব্যাটিং করতে পারেন না, তখন কেন আইপিএল-এ এখনও খেলে চলেছেন। অবসর নিয়ে নিন।’

উদাহরণ দিয়ে মনোজ জানান, ‘শনিবার দিল্লির বিপক্ষে ম্যাচে ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন চেন্নাইয়ের ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ঋতুরাজের দল। সেই সময় জাড্ডুও ফিরে গিয়েছিল সাজঘরে। তখন সবাই কিন্তু ধরে নিয়েছিলেন যে ম্যাচটাতে চেন্নাইয়ের জেতা কিছুতেই সম্ভব নয়। কেননা চিপকের পিচে ব্যাটিং করাটা অত সহজ নয়। তারপরই ধোনি ক্রিজে ছিলেন।

সবাই তখনও আশা করেছিলেন মাহি হয়তো ম্যাচটা বার করলেও দিতে পারেন। আসলে চেন্নাই সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সকলেরই মনে রাখা উচিত, প্রত্যেকের একটা সীমা থাকে। সেই সীমাকে অতিক্রম করা কোনওমতেই সম্ভব নয়। আর সেটাই হল ম্যাচে। ১২ বলে যখন জেতার জন্য চেন্নাইয়ের ৫৪ রান দরকার, তখনও ধোনি সিঙ্গেল রান নিচ্ছেন। আসলে এটা বুঝতে হবে উইকেটের পিছনে ধোনির বিশ্বস্ত হাত এখনও তুখোড় হলেও, ফিনিশার ধোনি কিন্তু এখন অতীতের ছায়ামাত্র।’

এখানেই নাম থেমে মনোজ আরও বলেন, ‘ধোনি নিজে বুঝতে পারছেন কি না জানা নেই, তবে আমরা সকলেই বুঝতে পারছি, মাহির ব্যাটিং এতদিন ধরে চেন্নাই সমর্থকরা যেমন ভালভাবে উপভোগ করেছেন, এখন ঠিক ততটাই মেনে নিতে পারছেন না। না পারাটাই স্বাভাবিক। ধোনির প্রতি ওদের ভরসাটাই আস্তে আস্তে কমতে শুরু করেছে। সেই কারণেই ম্যাচ শেষে সমর্থকরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। এই জিনিস মাহিকে দেখতে হত না, যদি তিনি আজ থেকে দুই বছর আগেই আইপিএল থেকে সরে দাঁড়াতেন।

Related Articles