রামনবমীর সকালে মন্দিরে গিয়ে পুজো দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
Siliguri Mayor Gautam Deb offers prayers at Ram Navami temple

Truth Of Bengal: গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। সেজে উঠেছে গোটা রাজ্য। আর এই বিশেষ দিনে রবিবার শিলিগুড়ির মহাবিস্থানে সত্য নারায়ন মন্দিরে পুজো দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন তিনি প্রথমে পৌঁছন শিলিগুড়ির সত্য নারায়ন মন্দিরে আসেন। এরপর সেখানে পুজো করেন।
পূজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন,’ আমি বাড়িতেও পুজো করি আজকে বিশেষ দিনে । তার জন্যই এবার এখানে এসে পূজো দিলাম। এই মন্দিরে আমি প্রায় আসি পূজো দিতে। এখানে সিংহবাহিনী মা দূর্গার যেমন পূজো করলাম সাথে রামের পূজো করলাম।‘
রামনবমী প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র বলেন,’ রাম নবমী উপলক্ষে শহরে মিছিল প্রসঙ্গে বলেন কোথায় কি আছে জানি না তবে যেখানে যেখানে আমন্ত্রণ আছে যাব। ধর্ম নিজের আচার,আচরন ও বিশ্বাসের উপর নির্ভর করে তার সাথে অন্যকিছুর সংমিশ্রণ করা উচিত নয়।‘ বলা বাহুল্য, কলকাতার মত শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় ধুমধাম করে এদিন পালিত হবে রামনবমী। আর