রাজ্যের খবর

স্ত্রীকে পুড়িয়ে খুন! স্বামীকে যাবজ্জীবন সাজা দিল আদালত

Husband sentenced to life for burning wife to death

Truth Of Bengal: স্ত্রীকে পুড়িয়ে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল বীরভূমের ফাস্ট ট্রাক আদালত। ২০১৮ সালে বীরভূমের মহম্মদবাজারের সেকেড্ডায় এই ঘটনাটি ঘটে। এবার সেই খুনের সাজা দেওয়া দিল আদালত।

এদিকে দোষীর বাবা, মা ও ভাইকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। সেই সঙ্গে মৃতার মৃত্যুকালীন জবানবন্দীকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই মামলায়। তবে এই রায়ের বিরুদ্ধে আসামীর পরিবার হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবি।

Related Articles