হাতির দাঁত পাচারের অভিযোগে চারজনকে কারাদণ্ড দিল আদালত
Court sentences four to jail for smuggling ivory

Truth Of Bengal: আলিপুরদুয়ার : অমল মুন্ডা : হাতির দাঁত পাচার জড়িত থাকার অভিযোগে চারজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৪ বছরের কারাদণ্ড দিলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার। সেইসঙ্গে অভিযুক্তদের ৪০,০০০ টাকা জরিমানা দিতে হবে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জলদাপাড়া কুখ্যাত শিকারী রিকোচ নার্জারি এবং তার দলের ,রঞ্জিত রায় ,বরুন রায়,পরেশ রায় ।
জানা গেছে, এই চারজন অভিযুক্ত রিকোচ নার্জারি ২০১৪ সাল থেকে জলদাপাড়ায় গন্ডার শিকার অভিযানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন । ২০২৪ সালের মার্চ মাসে আসামের কামরূপ থেকে তাকে গ্রেপ্তারের পর তার দলের কার্যকলাপ মূলত বন্ধ করে দেওয়া হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের সক্রিয় সহায়তায় রিকোকে গ্রেপ্তার করা হয়। রিকোচের বিরুদ্ধে জলপাইগুড়ি আদালতে জলদাপাড়া বিভাগের দায়ের করা আরও একটি মামলা এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে হাতির দাঁত পাচার জড়িত থাকার অভিযোগে চারজন ব্যক্তিকে ৪ বছরের কারাদণ্ড দিলো আদালত।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা আলী রাফসান জানিয়েছেন, এই রায় উত্তরবঙ্গে সংগঠিত বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাবে,। যা বন্যপ্রাণী সুরক্ষা কর্তৃপক্ষের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তোলে।