কুয়ো পরিষ্কার করতে নেমে ৮ জনের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের
8 people die while cleaning wells, Madhya Pradesh government announces financial assistance

Truth Of Bengal: কুয়ো পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন ৩ জন গ্রামবাসী। পরিস্থিতি বেগতিক বুঝে তাঁদের বাঁচাতে সেই কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় বাকি পাঁচ জনেরও। মধ্যপ্রদেশের খান্ডোয়ার ঘটনায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য।
জানা যায়, বৃহস্পতিবারই ছিল গাঙ্গৌর উৎসব। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে রয়েছে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা একটি বড়ো কুয়ো। গ্রামের কোনও উৎসব বা পুজোর ক্ষেত্রে এই কুয়ো ব্যবহৃত হয় কেবলমাত্র প্রতিমা ও যাবতীয় জিনিস ফেলার কাজে।
সূত্র মারফত জানা যায়, বৃহস্পতিবার সকালে সেই কুয়োই পরিষ্কারের কাজে কুয়োর মধ্যে নেমেছিলেন গ্রামের তিন জন বাসিন্দা। গাঙ্গৌর উসব উপলক্ষেই এই কুয়ো পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলেন তারা। কিন্তু সেই কুয়োর মধ্যে নামার পরই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন ওই তিন জন বাসিন্দা। ক্রমশই কুয়োর মধ্যে ডুবতে থাকছিলেন তারা।
সেই পরিস্থিতি দেখা মাত্রই দ্রুত তাঁদেরকে বাঁচানোর জন্য ওই কুয়োর মধ্যে ঝাঁপ দেন আরও ৫ জন গ্রামবাসী। তবে কুয়োর মধ্যেকার বিষাক্ত গ্যাসে মোট আটজনই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। এই ঘটনা ঘটতে থাকার সময়ই দ্রুত খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।
তবে তারা উদ্ধার কাজ শুরু করলেও এই আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, কুয়োর মধ্যে জলের পরিমান বেশি ছিল না। তবে ওই কুয়ো কাদা ও পাকে পরিপূর্ণ থাকায় সেটি থেকে তৈরি হয়েছিল বিষাক্ত গ্যাস। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুঃখপ্রকাশ করেন। মৃতের পরিবার পিছু তিনি ঘোষণা করেন আর্থিক সাহায্যের কথা।জানা যায়, মৃতের পরিবারপিছু আর্থিক ৪ লক্ষ টাকা দেওয়ার নির্ধেশ দিয়েছেন তিনি।