পরেশকন্যা ও ববিতাকে হারিয়ে চাকরি জয়, সুপ্রিম নির্দেশে শিক্ষকতা হারালেন অনামিকা
Defeating Pareshka and Babita to win job, Anamika loses teaching post on Supreme Court order

Truth Of Bengal: ২০১৬-র প্যানেলে রাজের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। তবে এই চাকরি নিয়োগের মামলায় আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চাকরি পান ববিতা সরকার। কিন্তু এখানেই থামেনা নিয়োগ প্রক্রিয়া, পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায়। এবং বিচার প্রক্রিয়া চলার পর ববিতা সরকারের চাকরি মেলে অনামিকা রায়ের।
পরেশকণ্যা ও ববিতাকে হারিয়ে চাকরি জয়, সুপ্রিম নির্দেশে শিক্ষকতা হারালেন অনামিকা pic.twitter.com/ycht90wi2e
— TOB DIGITAL (@DigitalTob) April 4, 2025
জলপাইগুড়ি জেলার আমবাড়ি হরিহর হাইস্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচাররূপে নিযুক্ত হন অনামিকা রায়। এদিন চাকরি হারালেন তিনি। এদিন তিনি এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, কীভাবে পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করা সম্ভব এবং কীভাবেই বা পুনরায় তিন মাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব। যারা আজ থেকে দশ বছর আগে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তাদের পক্ষে কতটা কঠিন হতে পারে পুনরায় পরীক্ষা দেওয়া। কারণ একটা মানুষ কিভাবে একই পরিশ্রম করে পুনরায় পড়াশোনা চালাতে পারে সেই প্রশ্ন তোলেন তিনি।
এছাড়াও তিনি এসএসসির গাফিলতির বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন হাইকোর্টে যখন যোগ্য ও অযোগ্য তালিকা চাওয়া হয়েছিল তখন কেন এসএসসি তা দিতে পারিনি, যদি তখনই এই তালিকা দেয়া হতো তাহলে জল এত দূর গরাত না।