রাজ্যের খবর

এবার ৭৮ জন ব্যক্তিকে তাদের হারানো মোবাইল ফিরিয়ে দিল কাটোয়া এসডিপিও

This time, Katwa SDPO returned lost mobile phones to 78 people

Truth of Bengal: বর্তমান যুগে মোবাইল মানুষের জীবনে একটি অপরিহার্য অঙ্গ।  আজকের দুনিয়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে মোবাইল ফোনের ভরসা নিতে হয় সবাইকেই। বর্তমান ফোরজি, ফাইভজি নেটওয়ার্ক এর গতির সাথে মানুষ পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে জীবনের গতিও। মোবাইলে ভালো খারাপ দুই দিকই রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে দিনের শেষে বর্তমানে প্রতিটা মানুষেরই মোবাইল না হলে চলে না। মানুষ সব  থেকে মুশকিল এ পড়েন যখন তার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। ট্রেনে বাসে পথচলতি মানুষের অনেক সময়ই মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। অনেকেই ব্রুকেফিল্ড ভাবে সেই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল থানায় অভিযোগ দায়ের করেন না। যার ফলে ভবিষ্যতে পড়তে হতে পারে বিপদে।

সেই চুরি মোবাইল নম্বর দিয়ে দুষ্কৃতীরা করতে পারে অপব্যবহার। মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে থানায় অভিযোগ করা নিরাপদ তো বটেই। এছাড়া অনেক সময় মোবাইল ফোন ফেরত পাওয়াও যায়। ঠিক তেমনই  রাজ্যের  একাধিক জায়গা থেকে উদ্ধার করে এনে ৭৮ জনকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিল কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। এদিন হারিয়ে যাওয়া অভিযোগকারীদের হাতে তাদের মোবাইল ফোন তুলে দিলেন পুলিশ কাটোয়া এসডিপিও ও কাটোয়া থানার আইসি সহ কাটোয়া থানার পুলিশ আধিকারিকরা। বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের যে অভিযোগ করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে তদন্ত করে সেগুলোকে উদ্ধার করে পুলিশ। সঠিক প্রমাণ সহ সমস্ত হারিয়ে মোবাইল গুলো উদ্ধার করে মানুষের হাতে ফিরিয়ে দিল পুলিশ।

এর আগেও একাধিকবার হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল অভিযোগকারী সাধারণ মানুষের মধ্যে। হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ। তবে প্রশাসনের থেকে নজরদারি চালানো হচ্ছে এই চুরি যাওয়া মোবাইল গুলির পিছনে কোন দুর্নীতি চক্র কাজ করছে কিনা। তাদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্ত চালাচ্ছে পুলিশ।

তবে এখন দেখা যায় ব্যাঙ্কিং থেকে শপিং, বিল পেইমেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজের জন্য নেট নাগরিকরা মোবাইলের ওপরেই নির্ভরশীল। তাই মোবাইল ব্যবহারকারীদের হেনস্থার হাত থেকে বাঁচাতে অনেকদিন ধরেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ বিশেষ উদ্যোগ। নিয়েছে ‘ফিরে পাওয়া’ এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই বহু ব্যবহারকারীদের হাতে ফিরিয়ে দিয়েছে তাঁদের হারিয়ে অথবা চুরি যাওয়া মোবাইলটি। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত নিয়ে যান। পুলিশের এই উদ্যোগে খুশি প্রতেক্যেই। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

Related Articles