এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট!
Supreme Court cancels 26,000 SSC jobs!

Truth Of Bengal: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২৬ হাজার চাকরি প্রাপকদের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রায় দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের রায়ে পুনর্বহাল থাকল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয়।
এদিন আদালতে বলা হয়, ২০১৬-র এসএসসি-র পুরো প্যানেল বাতিল করা হল। অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে। এসএসসি-র নিয়োগ পক্রিয়ায় গলদ ছিল। নতুন করে পরিক্ষায় বসতে পারবেন বাতিল চাকরি প্রাপকরা।
২০২৪ সালের ২২ এপ্রিল, কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি পিটিশনের উপর সুপ্রিম কোর্ট রায় দিল সুপ্রিম কোর্ট। যা রাজ্য-চালিত এবং রাজ্য-সহায়ক স্কুলগুলির জন্য ২৬ হাজার শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করেছিল।
সুপ্রিম কোর্টে এই মামলার শেষ শুনানি হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তার আগে শুনানিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। আর সেই কারণে রায়দানে ঘোষণা স্থগিতাদেশ দিয়েছিল আদালত। সেই সঙ্গে এই মামলায় একাধিক জটিলতা রয়েছে বলেও জানানো হয়। আর সমস্যাগুলির মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা। এবার ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। এর ফলে চাকরি হারায় প্রায় ২৫,৭৫৩ জন। সেই সঙ্গে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই থেকে চাকরি বাতিলের মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে।