কলকাতা

ওষুধের দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ মমতার, প্রতাহ্যারের দাবিতে হবে মিছিল

Mamata expresses strong anger over drug price hike, will hold a procession demanding a reduction

Truth Of Bengal: ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওই সমস্ত ওষুধের ‘এমআরপি’-র উপরে ১.৭৪ শতাংশ হারে দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’।

সেই তালিকায় প্যারসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিণ্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইঞ্জেকশন আছে। এতগুলি ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এই কাদের? যাদের কোটি কোটি টাকা আছে এই সরকার কি তাদের। গরিবের কী হবে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি এই দাম বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

তৃণমূল সুপ্রিমো হিসেনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী শুক্রবার ও শনিবার ১ ঘণ্টা প্রতি ব্লকে ব্লকে মিটিং মিছিল হবে বলে। স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না। আর কত টাকা পেলে কেন্দ্রের সরকার নিজেদের জুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা। আর ভোট মিটে গেলে ভাঁওতা? স্বাস্থ্যে জিএসটি বেড়েছে। আমি এই সব প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Related Articles