তাপপ্রবাহের মাঝেই সুখবর, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Good news amid heatwave, weather office predicts rain

Truth Of Bengal: তীব্র গরমে হাসফাঁস অবস্থা আমজনতার। এপ্রিলের শুরু থেকেই জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। এই আবহে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, চলতি মাসেই তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন আমজনতারা। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী ৩ রা এপ্রিল থেকে বদলাবে বাংলার আবহাওয়া। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
তবে কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি থাকবে।দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা এবার স্বাভাবিকের থেকে উপরে থাকবে । অন্যদিকে উত্তরবঙ্গে এখন নেই বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে ৬ এপ্রিল পর্যন্ত পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।