
Truth Of Bengal: সোমবার আইপিএল-র ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার দল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে আট উইকেটে মুম্বইয়ের কাছে ধরাশায়ী হল অজিঙ্কা রাহানেরা। মাঠে বসে দলের সেই হার উপভোগ করলেন নাইটদের অন্যতম কর্তা কিং খান।
আগের দুটি ম্যাচে জয় অধরা ছিল মুম্বইয়ের কাছে। ফলে আইপিএল-র আসরে টিকে থাকতে হলে সোমবারের ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না হার্দিক-সূর্যকুমারদের সামনে। সঠিক সময়েই জ্বলে উঠলেন মুম্বই ক্রিকেটাররা। শুধু ম্যাচ জেতাই নয়, ঘরের মাঠে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে নতুন নজিরও গড়ল মুম্বই। যে কোনও একটি মাঠে ৫৩তম ম্যাচ জিতে আইপিএল-র ইতিহাসে নয়া নজির সৃষ্টি করল তারা।
এর আগে এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ইডেনে ৫২টি ম্যাচ রেকর্ড ছিল শাহরুখের দলের কাছে। সোমবার সেই রেকর্ডও ভেঙে দিল মুম্বই। অবশ্য মুম্বইয়ের এই নজির চলতি আইপিএল-ই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা নাইটরা ও রোহিত-হার্দিকরা এখনও ঘরের মাঠে ৬টি করে ম্যাচ খেলবেন। কাজেই দুই দলের কাছেই সুযোগ রয়েছে রেকর্ড গড়ার। তবে পিছিয়ে নেই চেন্নাই সুপার কিংস-ও। তারাও ৫১টি ম্যাচ তারাও জিতেছে। ফলে তাদের কাছেও সুযোগ রয়েছে রেকর্ড স্পর্শ করার।