আন্তর্জাতিক

ভূমিকম্পের ৩ দিন পার! মায়ানমারে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার ৫

Three days after the earthquake! Five rescued alive from rubble in Myanmar

Truth Of Bengal: জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মায়ানমার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। ধ্বংসস্তূপে এখনও হয়তো চাপা পড়ে বহু মানুষ। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এই পরিস্থিতিতে  গত ২৪ ঘণ্টায় একটি শিশু এবং এক অন্তঃসত্ত্বা–সহ অন্তত পাঁচ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকারী।

ভূমিকম্পের  ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজদের ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন স্বজনরা। অপেক্ষার প্রহর গুনছে বহু মানুষ।  বর্তমানে  রবিবার সন্ধের মধ্যেই বেজিং থেকে ন্যপিদ–য় এসে পৌঁছয় ১১৮ জনের নয়া উদ্ধারকারী দল। ফের নতুন উদ্যমে চলছে উদ্ধারকাজ। আর তাতেই ভূমিকম্পের তিনদিন পর ধ্বংসস্তুপ থেকে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা উদ্ধারকারী দল।

শুক্রবার স্থানীয় সময় ১২ টা ৫০মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের একাধিক অংশ। এই ভয়াবহ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। এই জোড়াল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাই শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পশ্চিম অঞ্চল। এবং এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব মায়ানমার ছাড়িয়ে থাইল্যান্ড, চীন, ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। আর এই জোড়াল ভূমিকম্পের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মায়ানমার।

 

Related Articles