বিনোদন

মেলবোর্নে কনসার্টে বিতর্কে নেহা, গায়িকার অভিযোগের পাল্টা দাবি আয়োজক সংস্থার

Neha in controversy at Melbourne concert, organizers counterclaim against singer's allegations

Truth Of Bengal: সম্প্রতি মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছিলেন বলিউড গায়িকা নেহা কক্কর। আর এই কনসার্ট ঘিরেই যত বিপত্তি। অভিযোগ পাল্টা অভিযোগে কার্যত বিদ্ধ গায়িকা। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পর নীরবতা ভাঙেন নেহা। এবার নেহার বিরুদ্ধে মুখ খুললেন আয়োজকরা।

আয়োজকদের দাবি, নেহা চূড়ান্ত ‘অপেশাদার’। এমন শিল্পীকে অনুষ্ঠানের জন্য় ডাকাই নাকি উচিত হয়নি তাঁদের। নেহা টাকা নেওয়ার পরেও দুর্ব্যবহার করেছেন বলেই দাবি। যা অস্ট্রেলিয়ার নিয়ম বহির্ভূত। তার ফলে কমপক্ষে ৪.৫২ কোটি টাকা ক্ষতি হয়েছে। তাই দোষারোপ না করে নেহারই আয়োজক সংস্থাকে টাকা ফেরত দেওয়া উচিৎ বলেই দাবি। স্বাভাবিকভাবেই আয়োজকদের তরফে এই অভিযোগ সামনে আসার পর থেকেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

কিছুদিন আগে মেলবোর্নের কনসার্টে তিন ঘন্টা দেরি করে যাওয়ার অভিযোগ উঠেছিল নেহার বিরুদ্ধে। কনসার্টে আগত শ্রোতারা কার্যত অধৈর্য হয়ে পড়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি নেহা মঞ্চে উঠতে গায়িকাকে দেওয়া হয়েছিল গো ব্যাক স্লোগান। তাতেই কেঁদে ফেলেন গায়িকা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া ট্রোল হতে শুরু করেন নেহা। তারপরেই নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি সামনে আনেন গায়িকা।

তিনি দাবি করেন, তাঁদের জন্য আয়োজক সংস্থা কোনও ব্যবস্থাই করেনি। খাবার থেকে হোটেল কোনও বন্দোবস্তই করা হয়নি। যদিও আয়োজক সংস্থা সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়। আয়োজক সংস্থার দাবি, বিমানবন্দরেই নেহার জন্য গাড়ির বন্দোবস্ত ছিল।

বিমানবন্দরে পৌঁছে গায়িকা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। ওই গাড়িতে করেই গন্তব্যে পৌঁছন। যদিও আয়োজকদের তরফে এই দাবি করার পর নেহার তরফ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি। সব মিলিয়ে বলাই যায়, মেলবোর্নে কনসার্ট ঘিরে বিতর্ক যেন কিছুই ছাড়ছেনা নেহা কক্করের।

Related Articles