বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঢুকতে গেলে পর্যটকদের মানতে হবে একাধিক নিয়ম
Tourists will have to follow several rules to enter Buxa Tiger Reserve

Truth of Bengal: বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঢুকতে গেলে মানতে হবে একাধিক নিয়ম। এবার থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতর পর্যটকদের ঢুকতে লাগবে ‘এন্ট্রি পারমিট’। জিপসি সাফারি করতে গেলে পর্যটকদের লাগবে আধার কার্ড অথবা অন্য কোনও সরকারি স্বীকৃত পরিচয়পত্র। আর এই নথিগুলি জমা দিলেই মিলবে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঢোকার অনুমতি।
এখান থেকেই স্পষ্ট যে, এবার থেকে কারা জঙ্গলের মধ্যেই প্রবেশ করবে সেইসময় তথ্য থাকবে কর্তৃপক্ষের কাছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত জঙ্গলের প্রবেশের জন্য লাগবে না কোন মূল্য। বলা বাহুল্য, এরআগে অভিযোগ উঠেছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রবেশ করার জন্য পর্যটকদের মোটা টাকা দিতে হয়। এই ঘটনার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলগুলি থেকে প্রবেশ মূল্য প্রত্যাহার করতে হবে। এরপরেই বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের ঢোকার জন্য ‘এন্ট্রি পারমিট’ বাধ্যতামুলক করে দেয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জঙ্গলের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, বহিরাগত পর্যটকদের জন্য এই পারমিট বাধ্যতামুলক করা হয়েছে। পর্যটকদের পরিচয় সংক্রান্ত নথি জানতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।