কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করায়, ১২ লক্ষ টাকা জরিমানা হার্দিকের
Code of conduct violated, Hardik fined Rs 12 lakh

Truth Of Bengal: আইপিএল-এ সময়টা একেবারেই ভাল যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। একে তো সাসপেনশনের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি। তার ওপর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেও শেষ রক্ষা হল না। গুজরাটের কাছে ৩৬ রানে হারতে হল মুম্বইকে।
তার ওপর আবার খাড়ার ওপর বিষফোঁড়া। এই ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে হার্দিকের বিরুদ্ধে। এবং তার জেরেই কড়া আর্থিক জরিমানার মুখে পড়লেন মুম্বই অধিনায়ক। হার্দিককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গুজরাটের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটিং করার জন্য এমন জরিমানার মুখে পড়তে হয় হার্দিককে। আইপিএল কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে, ২.২ ধারা অনুসারে এটি হার্দিকের প্রথম অপরাধ ছিল। সেই কারণেই তাঁকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হল।
উল্লেখ্য, গত মরসুমে একটি ম্যাচে স্লো ওভার রেটিং করার জন্য এবারের আইপিএল-র প্রথম ম্যাচ খেলতে পারেননি মুম্বই অধিনায়ক। তাঁর জায়গায় দলের অধিনায়কত্ব করেছেন সূর্য কুমার যাদব। তবে এবারের মরসুম শুরুর আগে আইপিএল কমিটি স্লো ওভার রেটের জন্য নিষিদ্ধ অধিনায়কদের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এই ম্যাচেই হার্দিক তাঁর প্রাক্তন সতীর্থ গুজরাট টাইটান্সের বর্তমান খেলোয়াড় সাই কিশোরের সঙ্গে মাঠেই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এবং পরিস্থিতি এমন জটিল জায়গায় পৌঁছেছিল যে আম্পায়াররা পর্যন্ত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি ঘটে ম্যাচের ১৫ ওভারে।
সেই সময় হার্দিক কিশোরের একটি বলে শট নিলে সেই বলটি তোলার সময় কিশোর হার্দিকের দিকে তাকিয়ে থাকেন। হার্দিকও বড় বড় চোখ করে এগিয়ে যান কিশোরের দিকে। তবে ঘটনার জল বেশিদূর এগোয়নি। ম্যাচ শেষে অবশ্য দুই খেলোয়াড়কেই দেখা যায় হাসি-ঠাট্টায় মেতে উঠতে। তবে সমস্যা মিটে যাওয়ায় খুশি তাঁরা দুজনেই।