কলকাতা

ভুয়ো আইটি অভিযান, গ্রেফতার পাঁচ CISF-সহ আট জন

Fake IT raid: 5 CISF operatives arrested

Truth Of Bengal: ভুয়ো  ইনকাম ট্যাক্সের আধিকারিক পরিচয়ে   বাগুইআটি চিনারপার্কে একটি বাড়িতে তল্লাশি শুরু হয় । দায়ের হয় অভিযোগ।   এই ঘটনায় গ্রেফতা করা হয়েছে আটজনকে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ জন CISF, একজন ড্রাইভার, একজন মিডিলম্যান, অভিযোগকারীর সৎ মা আরতি সিং। এই ঘটনা নিয়ে শুরু  হয়েছে তদন্ত।

এই প্রসঙ্গে ঐশ্বর্য সাগর ডেপুটি কমিশনার অফ পুলিশ এয়ারপোর্ট ডিভিশন জানিয়েছেন,’  ১৮ তারিখ বাগুইআটি থানাতে একটি অভিযোগ পাই, অভিযোগ করেন বিনীতা সিং। ওনার অভিযোগ যে  বাড়িতে ১৭ এবং ১৮ তারিখের মধ্যরাতে  কিছু লোক আছে যারা নিজেদেরকে আইটি ডিপার্টমেন্ট পরিচয় দেয়।  তার বাড়িতে এসে চল্লাশি চালায় । আর এই তল্লাশির পর ওই ব্যক্তিরা  ক্যাশ টাকা এবং গহনা নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় কোন সিজার লিস্ট কিছু দেয়নি। একটি সাদা কাগজে সই করিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভির ডিভিআর কেটে নিয়ে যায়। প্রায় চার পাঁচ ঘন্টা পরে ওনার সন্দেহ হয়। সেই কারণে উনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসে চলে যান। সেখানে গিয়ে জানতে পারেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এরকম কোন রেড করা হয়নি।‘

পুলিশের তরফে আরও জানান হয়,’ ১৮ তারিখ উনি বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।  বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায় দুটি গাড়ি করে বেশ কয়েকজন ব্যক্তি বাড়িতে  এসেছিল। একটি পিকআপ ভ্যান ও একটি বাইকে। পিকআপ ভ্যানের নাম্বারটির ট্রেস করে প্রথমে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাকে ভাড়া করে নিয়ে আসেন  একজন মিডিল ম্যান। এই মিডিলম্যানকে অ্যারেস্ট করা হয় নিউ আলিপুর থানা এলাকা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই সিআইএসএফের ইন্সপেক্টরকে অ্যারেস্ট করা হলো ফারাক্কা থেকে।‘ এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হয়।