রাজ্যের খবর

অবশেষে খুলছে মহুয়া চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহলে

Mahua Tea Garden finally opens, happy air in the labor community

Truth Of Bengal: অবশেষে খুলে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের  মহুয়া চা বাগান। আগামী চার এপ্রিল থেকে খুলবে ডুয়ার্সের মহুয়া চা বাগান। মঙ্গলবার সন্ধ্যায়  শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মহুয়া চা বাগান। মঙ্গলবার সন্ধ্যায়  শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, পূর্বের মালিকই থাকছে। মালিকানা পরিবর্তন হচ্ছেনা। বাগান খোলার একদিন পূর্বে ৩রা এপ্রিল বাগান কতৃপক্ষ মহুয়া চা বাগানের শ্রমিকদের ২০২৩-২৪ বর্ষের বকেয়া বোনাস প্রদান করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬% হারে বোনাস প্রদান করা হবে শ্রমিকদের। এছাড়া বকেয়া বেতন ও প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ আট মাস বাদে বাগান খুলায় খুশি মহুয়া চা বাগানে কর্মরত ১৫১ জন শ্রমিক। এবিষয়ে আলিপুরদুয়ার ডেপুটি শ্রম আধিকারিক গোপাল বিশ্বাস বলেন, “আশা করছি বাগানটি  নিজের পুরোনো গরিমা ফিরে পাবে এবং সুষ্ঠুভাবে চলবে। পাশাপাশি, অন্য বন্ধ বাগান খোলারও চেষ্টা করছি আমরা।”

Related Articles