শিলিগুড়ির ভুট্টাবাড়িতে বিধংসী আগুন, পুড়ে ছাই দুটি স্ক্র্যাপের দোকান
Devastating fire in Bhuttabari, Siliguri, two scrap shops burnt to ashes

Truth Of Bengal: মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভুট্টাবাড়িতে বিধংসী আগুনে পুড়ে ছাই দুটি স্ক্র্যাপের দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এদিন ভুট্টাবাড়িতে একটি গ্রিলের দোকানে আবর্জনা পোড়াছিলেন। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় দুটি দোকানকে।
এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বায়ুসেনার একটি দমকলের ইঞ্জিন এবং মাটিগাড়া ও নকশালবাড়ির আরো দুটি দমকলের ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দুটি স্ক্র্যাপের দোকানের মোট ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ।