এবার বিষ্ণুপুরে মিলল ভুতুড়ে ভোটারের হদিস
This time, the whereabouts of a ghost voter was found in Bishnupur

Truth Of Bengal: এবার বিষ্ণুপুরে ভুতুড়ে ভোটারের হদিস। ভোটার লিস্টে এপিক নাম্বার আছে, আছে ছবিও কিন্তু এলাকায় জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ কেউ তাদের চেনে না। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।
বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের মুনি নগর বুথ। এই বুথে রয়েছে মোট ৯৮৫ জন ভোটার। এরমধ্যে দুজন ভোটার ভুতুড়ে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ভোটার লিস্ট নিয়ে গ্রামে যাচাই করতে গেলে তখন তাদের নজরে আসে বিষয়টি। দেখা যায় ভোটার লিস্টে ৯৮১ সিরিয়াল নাম্বারে এপিক নাম্বার থাকলেও ভোটারের নাম ও তার বাবার নাম উল্লেখ নেই। অথচ ছবি রয়েছে।
৯৮৪ নাম্বার সিরিয়াল লিস্টে নাম রয়েছে অনুরাধা বেড়া, বাবার নাম অসীম কুমার বেরা, এপিক নাম্বার রয়েছে, ছবিও দেওয়া রয়েছে অথচ আশ্চর্য জনকভাবে এই মহিলাকে এলাকার কেউই চেনেন না।চেনেন না জনপ্রতিনিধিরাও। অর্থাৎ এই দুজনের কোন অস্তিত্বই নেই দাবি তৃণমূলের।
এরপরেই সোরগোল পরে যায় এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে তাদের ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য। বিষয়টি নির্বাচন কমিশন ও তৃণমূলের ওপর তলার নেতৃত্ব কে জানানো হবে। তারা চাইছে ভোটের আগে এলাকায় স্বচ্ছ তালিকা প্রকাশ করা হোক।
বিজেপি অবশ্য সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকেই দোষারোপ করছে, বিজেপির দাবি ভোটার লিস্ট তৈরি করে বিএলআরও অর্থাৎ তাকে ধরলেই সমস্ত বিষয় বেরিয়ে আসবে।