দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া, ইঙ্গিত রণবীরের
Alia is going to be a mother for the second time, Ranbir hints

Truth Of Bengal : রণবীর-আলিয়া-রাহা। ২০২২ সালেই দুই থেকে তিন হয়েছিলেন রণবীর-আলিয়া। বেবি রাহাকে নিয়ে এখন দারুণ ব্যস্ত দুজনে। তবে এর মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারকা দম্পতি। আবারও একবার দ্বিতীয় সন্তান আসার জল্পনা উসকে দিলেন রণবীর কাপুর নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের সংসারে নতুন সদস্য আসার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। সেই সাক্ষাৎকারে রণবীর বলেন, “খুব শীঘ্রই হয়তো দ্বিতীয় উল্কিটা করাব। সেটা হয়তো ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে। আবার আমাদের দ্বিতীয় সন্তানের নামও হতে পারে!” আর তাতেই বেড়েছে জল্পনা।
তবে এমন কথা কেন বলেন রণবীর জানেন কি? আসলে রাহার জন্মের পর মেয়ের নামে নিজের শরীরে উল্কি করে রেখেছেন রণবীর। এবার আরও একটি উল্কি করার বিষয়ে নিজের ইচ্ছেপ্রকাশ করেছেন। আর তাতেই নেটিজেনদের একাংশ মনে করছেন আলিয়া আবারও অন্তসত্ত্বা। সেই বিষয়ে অবশ্য এখনও কিছুই বলেনি যুগল। তবে তারকা দম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন সেটা স্পষ্ট। এর আগে আলিয়াও এক সাক্ষাৎকারে বলেছিলেন দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা। আলিয়া বলেছিলেন “আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই শুধু।” এরপর এক পডকাস্টে যোগ দিয়েও আলিয়া দ্বিতীয় সন্তান নিয়ে তাঁর ভাবনা চিন্তার কথা প্রকাশ করেন। এখন দেখার কাপুর পরিবারের এই দম্পতি ৩ থেকে ৪ হন কবে।