এবার ‘বিনোদিনী’ বিতর্কে মুখ খুললেন শুভশ্রী
Now Subhasree opens up about the 'Binodini' controversy

Truth Of Bengal: শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। টলিউডের এই দুই সুন্দরী এখন টক অব দ্যা টাউন। সম্প্রতি ‘বিনোদিনী’ বিতর্কেই চর্চায় শুভশ্রী-রুক্মিণী। তবে কেন এই বিতর্ক? চলতি বছরের জানুয়ারি মাসে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী মুক্তি পেয়েছিল। মুক্তি পাওয়ার পর থেকেই বিনোদিনী’ হিসেবে বেশ প্রসংশাই কুড়িয়েছেন রুক্মিণী।
তার মধ্যেই কিছুদিন আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর আগামী ছবিতে বিনোদিনীর চরিত্রের জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। পরিচালকের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে বিনোদিনী হবেন শুভশ্রী। আর তার পর থেকেই বিতর্ক শুরু। ‘বিনোদিনী’ হিসেবে শুভশ্রী-রুক্মিণী কাকে বেশি মানাবে তাই নিয়েই শুরু হয় সমালোচনা। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু শুভশ্রী নয়, মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির ছিলেন শুভশ্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দেন শুভশ্রী। সাংবাদিকদের প্রশ্ন শুনে শুভশ্রীর সপাট জবাব “রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার।
কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি। তাছাড়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ কোনভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয়, তার থেকে অনেক বড়।” তবে শুধু শুভশ্রী নয়, মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও। তিনি বলেন, “শুভশ্রীকে বিনোদিনী হিসাবে ভেবেছিলাম চার বছর আগে। ওই আমার প্রথম পছন্দ ছিল। কোনও কারণে সেটা হয়ে ওঠেনি। এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়।” সব মিলিয়ে বলাই যায়, যতই দুই ‘বিনোদিনী’কে নিয়ে বিতর্ক হোক না কেন পর্দায় রুক্মিণী নাকি শুভশ্রী বিনোদিনী হিসাবে কে বেশি ছাপ ফেলবেন তা তো সময়ই বলবে।