কলকাতা

বেহালার বাণীতীর্থ হাইস্কুলে চুরি

Theft at Banitirtha High School in Behala

Truth Of Bengal: চুরির ঘটনা ঘটেছে বেহালার বাণীতীর্থ হাইস্কুলে। খাস কলকাতার স্কুলে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রধান শিক্ষিকার দুষ্কৃতীরা নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে গায়েব হয়েছে ১০ হাজার টাকা। কলাপসিবল গেটের তালা কেটে দুষ্কৃতীরা আলিমারি ভেঙে ওই টাকা চুরি করে। বৃহস্পতিবার থেকে স্কুল ছিল বন্ধ।

রবিবার সকালে গেটে তালা ভাঙা অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন স্কুল কর্তৃপক্ষকে। খবর দেওয়া হয় থানায়। পুলিশের প্রাথমিক ধারণা এই চুরির ঘটনায় পরিচিত কেউ যুক্ত থাকতে পারে। একই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান শিক্ষিকাও। পর্ণশ্রী থানায় অভিযোগ জানানো হয়েছে  স্কুল কর্তৃপক্ষের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কেয়ারটেকার স্কুলে এসে দেখেন গেটের তালা ভাঙা। খবর দেন প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তীকে। তিনি এসে দেখেন, অ্যাকাউন্ট ও পাশে প্রধান শিক্ষিকার ঘরের কোলাপসিবল গেটের তালা ভাঙা। স্কুলে অ্যাকাউন্ট ও প্রধান শিক্ষিকার ঘর মিলিয়ে সাতটির মত আলমারি রয়েছে। প্রত্যেকটি আলমারি লন্ডভন্ড করে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষিকার ঘরে থাকা একটি আলমারি লকার ভেঙে প্রায় ১০ হাজার চুরি করে বলে অভিযোগ।

Related Articles