সরকারি স্কুলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত
Job opportunities in government schools, how to apply? Know the details

Truth Of Bengal: জঙ্গলমহলের জেলা বীরভূমের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বীরভূমের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০টি। পার্ট টাইম গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।
এক বছরের জন্য চুক্তিভিত্তিক চাকরি। ২১ মার্চ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইংরেজি, পদার্থবিদ্যা, বায়োলজি, গণিত, ইতিহাস, ভূগোল ও এডুকেশন বিভাগে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে।
ইংরেজি, পদার্থবিদ্যা, ভূগোল ও এডুকেশন বিভাগে শূন্যপদ ১টি করে। বায়োলজি, গণিত ও ইতিহাস বিভাগে শূন্যপদ ২টি করে। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি বা সমতুল্য টিচার ট্রেনিং প্রশিক্ষণ থাকতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় মিলবে। রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে।
কীভাবে করবেন আবেদন? কীভাবে করা হবে প্রার্থী বাছাই?
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পাশ করলে মেধা তালিকার প্রথম ২০ জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে বের করা হবে।
২১ মার্চের বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সমেত খামবন্দি করে জমা দিয়ে আসতে হবে এই ঠিকানায়—” Office of the Project Officer cum District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building, 2nd Floor, Room No. 301, Suri, Birbhum, Pin-731101″।
বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা শংসাপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ডের সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্রর প্রমাণপত্র হিসাবে মার্কশিট ও শংসাপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। ২টি নিজের ঠিকানা লেখা সাদা খাম, ২টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।